BRAKING NEWS

ভারতে প্রতিবাদ করা ও মতামত প্রকাশ বেআইনি, এফআইআর দায়েরের প্রেক্ষিতে বললেন রাহুল

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): শুক্রবারের আন্দোলনে গ্রেফতার হওয়া কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআর দায়েরের বিরুদ্ধে শনিবার গর্জে উঠলেন রাহুল গান্ধী । এদিন তিনি বলেছেন, “ভারতে প্রতিবাদ করা ও মতামত প্রকাশ বেআইনি” ।

মূল্যবৃদ্ধি, বেকারত্ব-সহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার গর্জে উঠেছিল কংগ্রেস। দিল্লিতে বিক্ষোভ-আন্দোলনের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ অনেক নেতাকেই আটক করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হলেও, বিক্ষোভের ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। এর প্রেক্ষিতে শনিবার রাহুল গান্ধী বলেছেন, “আমাদের দেশে প্রতিবাদ করা বেআইনি, আমাদের মতামত প্রকাশ করা বেআইনি ৷ তাঁরা (বিজেপি) চাইলে যা খুশি তাই করতে পারে।” রাহুল গান্ধী এদিন সংসদে এসে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেওয়ার পর এই মন্তব্য করেছেন।

উল্লেখ্য, শুক্রবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনের সময় কংগ্রেসের ৬৫ জন সাংসদ-সহ ৩৩৫ জনকে আটক করে দিল্লি পুলিশ। সেই বিক্ষোভ-আন্দোলনের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ১৮৮, ৩৩২ ও ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *