করিমগঞ্জ (অসম), ৬ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ শহরে দিনদুপরে ঘটে গেলো এক চাঞ্চল্যপকর ঘটনা। শহরের কালিবাড়ি রোডে অবস্থিত আইটি সলিউশন নামের কম্পিউটার সেন্টারে এক শিক্ষানবিশ প্রশিক্ষকের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র শহরে।
শহরের এক কলেজ ছাত্রী কম্পিউটারের ডিপ্লোমা নেওয়ার জন্য কালিবাড়ি রোডের আইটি সলিউশন সেন্টারে ভরতি হয়েছিল। অভিযোগ, প্রতিদিনের মতো আজ শনিবারও সে প্রশিক্ষণ নেওয়ার জন্য যথারীতি সেন্টারে যায়। কিন্তু ছাত্রীটি সেন্টারে গিয়ে উপস্থিত হওয়ার পর মনোজিৎ হোড় নামের এক কম্পিউটার প্রশিক্ষক ছাত্রীকে ভিতরের রুমে ডেকে নিয়ে যান। সেখানে তিনি নাকি কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন ছাত্রীর।
ছাত্রীর বাবার বক্তব্য, প্রশিক্ষক মনোজিৎ হোড় নাকি তাঁর মেয়েকে কুপ্রস্তাব দেন। পরে এক সময় তাকে শারীরিক নিগ্রহের চেষ্টা করেন। মেয়েটি সোজা বাড়ি গিয়ে গোটা ঘটনাটি তার অভিভাবকদের জানায়। সবব শুনে ছাত্রীর বাবা আইটি সলিউশনে গেলে শুরু হয় হই-হট্টোগোল। ততক্ষণে অভিযুক্ত প্রশিক্ষক মনোজিৎ সেন্টার থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
এদিকে ছাত্রীর বাবা করিমগঞ্জ সদর থানায় মনোজিৎ হোড়কে অভিযুক্ত করে একটি এফআইআর দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে এক মামলা রুজু করে সদর পুলিশ তদন্তে নেমে আইটি সলিউশনের সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। পুলিশি তদন্তে আসল রহস্য উদঘাটন হবে বলে মনে করেন শহরের নাগরিকরা। তবে আজকের ঘটনাকে ঘিরে শহরের সচেতন এবং অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।