৬ আগস্ট উপরাষ্ট্রপতি পদের ভোট; একইদিনে ফল ঘোষণা, লড়াইয়ে ধনখড় ও মার্গারেট

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): আগামী ৬ আগস্ট, শনিবার দেশের ষোড়শ উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট। বিরোধীদের মনোনীত প্রার্থী মার্গারেট আলভার সঙ্গে এনডিএ জোটের মনোনীত প্রার্থী জগদীপ ধনখড়ের মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীকে ভোট দিয়ে নির্বাচিত করেন সংসদের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভার সাংসদরা।

রাজ্যসভা ও লোকসভায় শাসকদলের এখন যা শক্তি, তাতে পাটিগণিতের সহজ অঙ্কেই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের জয় নিশ্চিত। তবুও, আলভাকে সমর্থনের কথা জানিয়েছে আম আদমি পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চার মতো বিভিন্ন দল। গোপন ব্যালটে হবে ভোটগ্রহণ পর্ব। উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হবে শনিবারই। কে হতে চলেছেন দেশের নতুন উপরাষ্ট্রপতি তা জন্য যাবে শনিবারই। উপরাষ্ট্রপতি হিসেবে এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। সংবিধান অনুযায়ী, তার আগেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই আগস্টের ৬ তারিখে ভোট হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *