রাজ্যের সার্বিক বিকাশে অগ্রাধিকার দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট : মানুষের জন্যই মানুষ। রক্তদানের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়। মানব ধর্মের উপর কিছু নেই। রক্তদানের মাধ্যমে মানবধর্মের প্রকৃত স্বার্থকতা আসে। রক্তদান লিঙ্গভেদ বা ধর্মভেদে হয় না। এটা সবার জন্য। তাই স্বেচ্ছা রক্তদানের কোন বিকল্প নেই। আজ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ব্লাড সেন্টারের উদ্বোধন উপলক্ষে তেলিয়ামুড়া টাউনহলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে রাজ্যের প্রধান হাসপাতাল পর্যন্ত সাধারণ মানুষকে কিভাবে নিরলসভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। উল্লেখ্য, তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে আরও আধুনিক করে গড়ে তোলার। সেই লক্ষ্যকে সামনে রেখে আজ ব্লাড সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ব্লাড সেন্টারের উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। খুব শীঘ্রই এই সমস্ত সমস্যাগুলি নিরসনের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের কিছুটা ঘাটতি রয়েছে। তারমধ্যে অনেকেই আবার অবসরে চলে গেছেন। তবে এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে সমাধানের জন্য রাজ্য সরকার আন্তরিক। মুখ্যমন্ত্রী বলেন, তেলিয়ামুড়া হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করার জন্য রাজ্য সরকার উদ্যোগ রয়েছে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আগামীদিনে যাতে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা যায় সে বিষয়েও উদ্যোগ নেবে রাজ্য সরকার।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, স্বাস্থ্য পরিষেবা ছাড়াও রাজ্যের সার্বিক বিকাশে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক প্রচেষ্টাতেই ত্রিপুরা উন্নতির দিকে এগিয়ে চলছে। দেশের স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই রাজ্য সরকারও এই কর্মসূচি সফল করতেই ব্যপক উদ্যোগ নিয়েছে। হর ঘর তিরঙ্গা অভিযানটি সফল করতে এদিন প্রত্যকের উদ্দেশ্যে আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

অনুষ্ঠানে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, ব্লাড সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে তেলিয়ামুড়ার মানুষের অনেকদিনের স্বপ্ন পূরণ হল। এজন্য মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে বিধায়ক ডা. অতুল দেববর্মা তেলিয়ামুড়া হাসপাতালে যাতে জেলা হাসপাতালের মতো পরিষেবা পাওয়া যায় সে বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা বলেন, তেলিয়ামুড়া হাসপাতালে অপারেশন থিয়েটার দ্রুত চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ড. দেবাশিস বসু, খোয়াই জেলার জেলাশাসক এল টি ডালং, খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন যমুনা দাস ( রায়), সমাজসেবী রঞ্জিত সূত্রধর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *