ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট।। ইন্দোনশিয়ায় এবছর অনুষ্ঠিত হবে প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ২২-২৮ আগস্ট হবে আসর। ওই আসরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে ত্রিপুরার রাকেশ দেববর্মা। তবে শেষ সময়ে আদৌ ওই আসরে দেশের জার্সি গায়ে দিয়ে নামতে পারবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় ত্রিপুরার রাকেশ। আর্থিক সমস্যায় জর্জরিত রাকেশের পক্ষে ওই আসরে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে। মে মাসে দুবাইয়ে প্যারা ব্যাডমিন্টনে অংশ নিয়ে পদক না পেলেও সকলের নজর কেড়েছিলো রাকেশ। সেই সুবাদেই এবারও ভারতীয় দলে সুযোগ পায়। বুধবার এক সাক্ষাৎকারে ছলছল চোখে রাকেশ বলে, “ইন্দোনেশিয়ার আসরে অংশ নিতে প্রচুর টাকার দরকার। এখনই আমাকে ওই দেশে এন্ট্রি ফি সহ সামগ্রিক খরচ বাবদ ৫১ হাজার টাকা পাঠাতে হবে। এছাড়া, ওই দেশে আসা-যাওয়ার জন্য বিমান ভাড়া সহ অন্যান্য খরচ প্রায় লক্ষাধিক টাকা। ওই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। দুবাই যাওয়ার সময় এ ডি সি এবং রাজ্য সরকার থেকে আর্থিক সহায়তা করা হয়েছিল। এবারও যদি আর্থিক সাহায্য করা হয় তাহলেই আমার পক্ষে ওই আসরে অংশ নেওয়া সম্ভব। তাই সবার কাছে অনুরোধ আমাকে সাহায্য করুন”। শারীরিকভাবে বিশেষ সক্ষম অর্থাৎ দিব্যাঙ্গজন ওই খেলোয়াড়টি উমাকান্ত একাডেমিতে পড়ার সময় সাঁতারে ছিলেন। সাঁতারের কোচ দীপক দাস তৈরি করেছিলেন। এখন স্কুল শেষ হয়ে যাওয়ায় ব্যাডমিন্টনে যোগ দেয়। এবং সাফল্যও পায়। দুবাই আসরে ভারত ৫ টি স্বর্ণ সহ ১৭ টি পদক পেয়েছিলো। পূর্বোত্তর থেকে একমাত্র ত্রিপুরার রাকেশ সুযোগ পেয়েছিল। এবারও সুযোগ এসেছে ভারতের হয়ে বিশ্ব প্যারা ব্যাডমিন্টনে যোগদান করার।
2022-08-03