নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ ঊনকোটি জানার কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের কড়ইতলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘ ২২দিন ধরে তালাবন্দী অবস্থায় রয়েছে৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনির স্বেচ্ছাচারিতার প্রতিবাদেই গ্রামবাসীরা কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন৷ এব্যাপারে কোন হেলদোল নেই দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্মকর্তাদের৷ প্রভাবশালী সি.পি.আই.এম পরিবারের মহিলা অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি হওয়াতে উনার মর্জি মাফিক সুকলে আসা যাওয়া করেন৷ এমনকি প্রতিমাসে একদিন কিংবা দুই দিন সুকলে আসেন৷ মাসের পর মাস সুকলের শিশুদের খিচুড়ি, ডিম, বিসুকট, কলা, মুড়ি ইত্যাদি থেকেও বঞ্চিত রেখেছেন৷ পাশাপাশি অঙ্গনওয়াড়ি সেন্টারের বাচ্চাদের পড়াশোনা থেকেও বঞ্চিত রেখেছেন৷ অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির এহেন কার্যকলাপে গ্রামের মহিলারা ক্ষুব্ধ হয়ে সেন্টার তালাবন্ধী করে রেখেছেন৷ বাইশ দিন ধরে সেন্টার তালাবন্ধী থাকলেও সেন্টারের দিদিমণির পাশাপাশি দপ্তরেরও কোনো ধরনের হেলদোল নেই৷ ঘটনা কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের কড়ইতলি গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টারে৷ বিগত প্রায় দুই বছর কোভিড মহামারির জন্য সুকল বন্ধ থাকার পর থেকেই সুকলের দিদিমণি শিল্পী শুক্ল বৈদ্য প্রতিদিন সুকলে আসেন না বলেই গ্রামের মহিলারা জানান৷ সহজ সরল বাগান শ্রমিকের ছেলে মেয়েরাই এই সেন্টারে পড়াশোনা করে৷ শুধু তাই নয়, এলাকার গর্ভবতী মহিলাদেরও প্রোটিন যুক্ত খাবার সরবরাহ করছে না দিদিমণি৷ নিরুপায় হয়ে গ্রামের মহিলারা কড়ইথলি গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টার অনির্দিষ্টকালের কালের জন্য তালাবন্ধী করে দেয়৷ গ্রামের মহিলারা আরও জানান যে, দপ্তরের পক্ষ থেকে সুপারভাইজার কিংবা সিডিপিও কেউই অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শনে যান না৷ বাইশ দিন ধরে লাগাতার অঙ্গনওয়াড়ী সেন্টার তালাবন্ধীর ব্যাপারে সিডিপিও এল দারলং-কে জিজ্ঞেস করা হলে উনি প্রথমে এই ঘটনা জানেন বলে দায় এড়ানোর চেষ্টা করেন৷কোনো ধরনের সঠিক উত্তর দিতে পারেননি৷উনি এব্যাপারে তদন্ত করবেন বলেও জানান৷ কৈলাশহরের সমরুরপাড় কড়ইতলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সঠিকভাবে পরিচালনা করার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর কাছে অনুরোধ জানানো হয়েছে৷
2022-08-03