BRAKING NEWS

২০২৪ সালের মধ্যে ভারতের সড়ক পরিকাঠামোও হবে আমেরিকার মতো: গডকড়ি

নয়াদিল্লি, ৩ আগস্ট ( হি.স.) : কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গডকড়ি বলেছেন, ২০২৪ সালের মধ্যে ভারতের সড়ক পরিকাঠামোও আমেরিকার মতো হবে। এটি তৈরি করতে দেশের বিভিন্ন অংশকে সংযুক্ত করে ২৬ টি পরিবেশ বান্ধব মহাসড়ক বা গ্রীনহাইওয়ে নির্মাণ করা হচ্ছে। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, গ্রিন হাইওয়েগুলি দিল্লি থেকে জয়পুর, চণ্ডীগড়,হরিদ্বার, অমৃতসর, মুম্বই,কাটরা, শ্রীনগর এবং অন্যান্য শহরগুলির পাশাপাশি বারাণসীকে কলকাতার সাথে সংযুক্ত করবে। নির্মাণ কাজ শেষ হলে পরিবহনে উল্লেখযোগ্য ভাবে কম সময় লাগবে বলে মন্ত্রী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *