BRAKING NEWS

রাস্তার বেহাল অবস্থা, কদমতলায় অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ রাস্তা ও কালভার্ট সংস্কারের দাবিতে বুধবার সকাল থেকে কদমতলা ব্লকের  কদমতলা রানীবাড়ি সড়কের পিয়ারীছড়া বাজারে পথ অবরোধ করে স্থানীয়রা৷  বুধবার সকালে উত্তর জেলার কদমতলা ব্লকের  কদমতলা রানীবাড়ি সড়কের পিয়ারীছড়া বাজারে পথ অবরোধ করে স্থানীয়রা৷ ঘটনার বিবরণে জানা যায় পিয়ারীছড়া বাজারের ঠিক মধ্যবর্তী এলাকায় একটি কালভার্ট রয়েছে৷ অতিরিক্ত বৃষ্টির ফলে সেই কালভার্টের এক তৃতীয়াংশ ভেঙ্গে যায়৷ প্রতিদিন ওই কালভার্টে সুকল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে৷ এমনটাই অভিযোগ স্থানীয়দের৷ স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কদমতলা পূর্ত দপ্তরের আধিকারিক ও কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ অবশেষে বাধ্য হয় এদিন সকাল ৮ টা থেকে শুরু হয় পথ অবরোধ৷ পিয়ারিছড়া বাজারের দুপাশে দাঁড়িয়ে থাকে অসংখ্য যানবাহন৷ যাত্রী দুর্ভোগ উঠে চরমে৷ অবশেষে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কদমতলা থানার পুলিশ৷ তারাও নিরুপায় হয়ে ঠুটু জগন্নাথের ভূমিকা পালন করেন৷  দুপুর বারোটার দিকে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ফোন যুগে এলাকাবাসীদের আশ্বস্ত করেন যে আগামীকাল  ৪ আগস্ট থেকে ওই ভেঙ্গে যাওয়া আলবার্টের কাজ শুরু করা হবে৷ সেই আশ্বাসে আশ্বস্ত হয়ে স্থানীয়রা পথ অবরোধ প্রত্যাহার করেন৷ পাশাপাশি স্থানীয়রা জানিয়ে দেন যদি আগামীকাল কাজ শুরু না হয় তাহলে ৬ আগস্ট আবারো বৃহত্তম আন্দোলনে নামবেন এলাকাবাসী৷ তবে দীর্ঘ ৫ ঘন্টা পথ অবরোধের ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে যাত্রী দূর্ভোগ উঠেছিল চরমে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *