BRAKING NEWS

জাতীয় সড়কের বেহাল অবস্থা, প্রতিবাদে আমবাসায় অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ বেহাল আসাম আগরতলা জাতীয় সড়ক দ্রুত সংস্কারের দাবিতে বুধবার সকাল থেকে আমবাসায় অবরোধ আন্দোলনে শামিল হয় ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ৷ জাতীয় সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে চলছে৷ আঠারোমুড়া  ও লংতরাই  পাহাড়ের বিভিন্ন জায়গায় যান চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে৷ অতিসত্বর ওই সব বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহা সংঘ৷ বুধবার সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে আমবাসা কমলপুর চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধে বসে যান চালকরা৷ পাশাপাশি এদিন আমবাসা থেকে কমলপুর যাবার রাস্তাও অবরোধ করে যান চালকরা৷ তাদের দাবি অতিসত্বর রাস্তা সংস্কার করতে হবে৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷ অবরোধকারীদের সাথে কথা বলার পরও কোন সুরাহা না হওয়ায় ছুটে আসেন ডিসিএম সহ আমবাসা মহকুমা শাসক৷ পর্যায়ক্রমিকভাবে চলছে প্রশাসনিক কর্তাদের সাথে অবরোধকারী যানচালকদের আলোচনা৷ রাস্তার উভয় পাশে আটকে পড়ে দূর পাল্লার লরিসহ ছোট বড় যানবাহন৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *