ডিফু (অসম), ৩ আগস্ট (হি.স.) : ডিফু কারাগার থেকে পালিয়েছে সাজাপ্রাপ্ত তিন কয়েদি৷ জেল ভেঙে পলাতক কয়েদিদের নাম আইনুল আলি, ইদ্ৰিস আলি এবং আজমির।
প্রায় প্ৰতি বছরই ডিফু কারাগার থেকে এভাবে কয়েদি পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে আজ বুধবার ডিফু জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে সাজাপ্রাপ্ত তিন কয়েদি আইনুল আলি, ইদ্ৰিস আলি এবং আজমির। তারা কারাগারের কোঠার ভেন্টিলেটর ভেঙে অন্যদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে৷
জেলা প্ৰশাসন সূত্ৰে জানা গিয়েছে, কোভিডে আক্ৰান্ত হওয়ার দরুন এই তিন কয়েদিকে কারাগারের পৃথক কামরায় রাখা হয়েছিল। মঙ্গলবার রাত পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বুধবার সকালে তিন কয়েদির একজনও ছিল না কারাগারের পৃথক কোঠায়। তিন কয়েদি কোঠার ভেন্টিলেটর ভেঙে উধাও হয়ে যায়৷
পলাতকদের মধ্যে আইনুল আলি চুরি এবং ইদ্ৰিস আলি ও আজমির ড্ৰাগসের মামলায় সাজাপ্রাপ্ত ছিল৷ ইদ্ৰিস এবং আজমির মরিগাঁও জেলার বাসিন্দা৷ পুলিশ পলাতক তিন কয়েদির সন্ধানে কালোঘাম ছুটিয়ে অভিযান অব্যাহত রেখেছে।
প্ৰশ্ন উঠেছে, বার বার কার গাফিলতিতে ডিফু কারাগার থেকে কয়েদিরা পালিয়ে যেতে সক্ষম হয়, সে কারাগারের ভিতর থেকেই হোক বা চিকিৎসাধীন অবস্থায়। অভিযোগ, ডিফু কারাগারের নিরাপত্তায় ক্ৰটি থাকার জন্যই এভাবে কয়েদিরা বার বার পালিয়ে যেতে সক্ষম হয়।