আগরতলা, ২ আগস্ট (হি. স.) : ত্রিপুরার সরকারী কর্মচারীদের জন্য সুখবর এসেছে। ত্রিপুরা সরকার ৫ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, চলতি বছরের ১ জুলাই থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে।
এদিন তিনি বলেন, ত্রিপুরার আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই আজ মন্ত্রিসভায় মহার্ঘ ভাতা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরার উন্নয়নে সরকারী কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের যথেষ্ট অবদান রেখেছে। মহার্ঘ ভাতা তাঁদের আর্থিক দিক দিয়ে উপকৃত করবে, দাবি করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী।তাঁর দাবি, বর্তমানে ত্রিপুরার সরকারী কর্মচারী ও পেনসনার্সদের ১ শতাংশ ডিএ এবং ডিআর প্রদানে রাজ্য সরকারের বছরে ১০৪.৭৬ কোটি টাকা খরচ হবে। সেই হিসেবে ৫ শতাংশ ডিএ এবং ডিআর প্রদানে রাজ্য সরকারের বছরে ৫৩২.৮০ কোটি টাকা খরচ হবে। প্রসঙ্গত, ইতিপূর্বে ত্রিপুরা সরকার ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছিল। এখন আরও ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণার ফলে ত্রিপুরার সরকারী কর্মচারীরা মোট ৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।