নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ শিক্ষক নিয়োগের দাবিতে আগামী ৩রা আগস্ট রাজ্যের প্রতিটি জেলায় একাধিক স্থানে প্রতীকি পথ অবরোধ আন্দোলন সংঘটিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ছাত্র সংগঠন এসএফআই এবং টি এস ইউ৷ সোমবার ছাত্র যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব৷
শিক্ষক সংকটে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে৷ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে৷ রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য এসএফআই, টিএসইউ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের তরফ থেকে বারবার দাবি জানানো সত্ত্বেও শিক্ষক নিয়োগ করা হচ্ছে না৷ তাতে পরিস্থিতি দিনের পর দিন ক্রমশ অবনতির দিকে যাচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র সংগঠন এসএফআই এবং টি এস ইউ আগামী তেশরা আগস্ট রাজ্যের প্রতিটি জেলায় একাধিক স্থানে বেলা ১১ টা থেকে বারোটার মধ্যে ১৫ মিনিটের জন্য প্রতীকি পথ অবরোধ আন্দোলন সংঘটিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷
সোমবার বিকেলে ছাত্র যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব৷ তিনি বলেন বিদ্যা জ্যোতি প্রকল্পে সুকলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এ বছর যারা সংশ্লিষ্ট বিদ্যা জ্যোতি সুকল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদের একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে৷ তারা আদৌ নিজের সুকলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে৷ এ বিষয়ে দপ্তরের তরফ থেকে কোন ধরনের স্পষ্টিকরণ দেওয়া হচ্ছে না৷ যদিও বলা হয়েছে ভর্তির জন্য কিছু আসন সংরক্ষিত থাকবে৷ সংশ্লিষ্ট সুকল কর্তৃপক্ষের সঙ্গে ছাত্ররা যোগাযোগ করলে বলা হচ্ছে বিষয়টি কেন্দ্রীয়ভাবে করা হচ্ছে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কিছুই বলা সম্ভব নয়৷ তাতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে৷
এ বিষয়ে এসএফআই এবং টিএসইউ জেলাশাসক এবং শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়ে স্পষ্টিকরণ দেওয়ার জন্য দাবী জানাবে৷ এসএফআই রাজ্য সম্পাদক বলেন বিদ্যা জ্যোতি প্রকল্পে সুকল থেকে যেসব ছাত্র-ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে অন্তত একাদশ শ্রেণীতে কলা বিভাগে ভর্তির সুযোগ দেওয়া হোক৷ পাশাপাশি শিক্ষক সংকট দূর করার জন্য টেট উত্তীর্ণ প্রত্যেককে একইসঙ্গে নিয়োগের দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠন৷ অবিলম্বে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে এসএফআই রাজ্য সম্পাদক স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন৷