মুম্বই, ১ আগস্ট ( হি.স.) : শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৪ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বেশকিছু ছাড় দিয়েছে তাঁকে। শিবসেনা মুখপাত্র বাড়ির খাবার খেতে পারবেন। এছাড়াও প্রয়োজন হলে হাসপাতালে গিয়ে চিকিৎসা, আইনজীবী পরামর্শ নিতে পারবেন। জমি দুর্নীতি মামলায় রবিবার দিনভর সঞ্জয়কে জেরা করে ইডি। বিকেলে তাঁকে আটক করে আধিকারিকরা। গভীর রাতে ইডি গ্রেফতার করে শিবসেনা মুখপাত্রকে।
আর্থিক তছরুপ মামলায় শেষ দু’বার সমন পেয়েও ইডির দফতরে যাননি শিবসেনা মুখপাত্র। বার বার হাজিরা এড়ানোয় রবিবার সকাল ৭টা নাগাদ সঞ্জয় রাউতের বাড়ি পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সঙ্গে ছিল আধাসামরিক বাহিনী। মুম্বইয়ের বান্দুপ এলাকায় শিবসেনা সাংসদের বাড়িতে ইডির আধিকারিকরা ভিতরে ঢুকতেই বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ।