বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ), ৩১ জুলাই ( হি.স.) : বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে একটি বন্য শূকরের ঘেরাতে ঢুকে এবং সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও আপলোড করার জন্য পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যুবকরা ঘেরাতে প্রবেশ করে গত ৩ জুলাই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করে। ভাইজাগ চিড়িয়াখানার কর্তারা ভিডিওটি শনাক্ত করে ১২ জুলাই পুলিশ অভিযোগ দায়ের করেন।
মামলায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে আরিলোভা পুলিশ। ধৃতরা মারিকাভালাসার বাসিন্দা বলে চিহ্নিত করা হয়েছে এবং সকলের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। চিড়িয়াখানায় প্রাণীদের উত্যক্ত করার জন্য ৩৮জে ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছিল।