ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। জয় অব্যাহত রেখেই এগুচ্ছে তুইকর্মা তুইসা স্কুল। লংতরাই ভ্যালিতে আয়োজিত আন্তঃ স্কুল ক্রিকেটে তুইকর্মা তুইসা স্কুল দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় পেয়েছে। ৯ উইকেটে পরাজিত করলো ছাউমনু দ্বাদশ স্কুলকে। লংতরাই ভ্যালি ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। শুক্রবার থেকে শুরু হয় ৫ দলীয় ওই আসর। উদ্বোধনী ম্যাচে তুইকর্মা তুইসা ছয় উইকেটে হারিয়েছিল ছৈল্যাংটা সরকারি স্কুলকে। ঘাঘরাছড়া স্কুল মাঠে আজ, রবিবারেও তরুপ-অপূর্ব জুটির দুরন্ত ব্যাটিংয়ে সহজ জয় পায় তুইকর্মা তুইসা স্কুল। এদিন সকালে টসে জয়লাভ করে তুইকর্মা তুইসা স্কুলের অধিনায়ক বিশ্বজিৎ শীল প্রথমে ছাউমনু দ্বাদশ স্কুলকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। যদিও বৃষ্টিতে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ওভার সংখ্যা কমিয়ে ১৮ করা হয়। তুইকর্মা তুইসা স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ে ছাউমনু দ্বাদশ স্কুল ১৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শেখর ঘোষ ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২২ রান পায়। এছাড়া উৎসব দত্তের ১১ রান ও শুভজিৎ বড়ুয়ার ১০ রান ছাড়া আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। তুইকর্মা তুইসা স্কুলের পক্ষে তন্ময় চন্দ (৪/৯) এবং বিশ্বজিৎ শীল (২/৭) সফল বোলার। এছাড়া দ্বীপজ্যোতি চক্রবর্তী ও সুমন দাস পেয়েছে একটি করে উইকেট। জবাবে খেলতে নেমে তুইকর্মা তুইসা স্কুল ৪৬ বল খেলে একমাত্র উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের ওপেনার তরুপ দে ৯ বল খেলে তিনটি বাউন্ডারি সহযোগে ১৫ রান সংগ্রহ করে আউট হলে, অপূর্ব দাস ও তন্ময় চন্দ অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেয়। অপূর্ব ২৭ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুইটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩৫ রানে অপরাজিত থাকে। তন্ময় ও অপরাজিত থেকে যায় ব্যক্তিগত আট রান সংগ্রহ করে। এছাড়া, দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। ছাউমনু দ্বাদশ স্কুলের পক্ষে অয়ন বড়ুয়া (১/৯) একমাত্র সফল বোলার। বলে-ব্যাটে দুর্দান্ত পারফরমেন্সের নিরিখে তন্ময় চন্দ পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব। দিনের খেলা: মনুঘাট দ্বাদশ শ্রেণি স্কুল বনাম ছৈলেংটা গভারমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল।