Encounter:বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ লস্কর জঙ্গি

শ্রীনগর, ৩১ জুলাই ( হি.স.) : রবিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক লস্কর-ই-তৈবা জঙ্গিকে খতম করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জঙ্গির নাম ইরশাদ আহমেদ ভাট। বারামুল্লার পাত্তানের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বিনার এলাকায় নিরাপত্তা বাহিনী একটি তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা জবাব দেওয়ার পর তল্লাশি অভিযান একটি এনকাউন্টারে পরিণত হয়। গুলি বিনিময়ে ওই জঙ্গি নিহত হয়েছে। তার কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড উদ্ধার করা হয়েছে।