BRAKING NEWS

Protest :শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে সোমবার কলকাতায় নাগরিক সমাজের মিছিল

কলকাতা, ৩০ জুলাই (হি. স.) : শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে সোমবার কলকাতায় নাগরিক সমাজ মিছিলের ডাক দিল। এসএসসি, প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বামপন্থী বুদ্ধিজীবীরা।

সোমবার দুপুর ৩টেয় মিছিল শুরু হবে। ভিক্টোরিয়া হাউস থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল হবে। শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, এই সরকারের মজ্জায়, মজ্জায় দুর্নীতি ঢুকে গিয়েছে। প্রশাসন শুধু নয়, দলটাও দুর্নীতিগ্রস্ত। অবিলম্বে এর পরিবর্তন দরকার। রাজ্যে আবারও এক পরিবর্তনের ডাক দেওয়ার সময় এসেছে। কিছু মানুষকে সরিয়ে, কয়েকজনকে শাস্তি দিয়ে এই দুর্নীতি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। একমাত্র বড় আন্দোলনের মাধ্যমে এই সরকারের পরিবর্তনই দুর্নীতি হাত থেকে রাজ্যকে বাঁচাতে পারে।

রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আরও একটা দুর্নীতি হতে চলেছে আশঙ্কা প্রকাশ করেন। বিকাশবাবু বলেন, নিয়োগ সরকারই করবে। তাই দুর্নীতির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

সাংবাদিক সম্মেলন থেকে দাবি ওঠে, নতুন করে ইন্টারভিউ নিয়ে মেধাভিত্তিক যোগ্য প্রার্থীদের স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। শুধুমাত্র আইনের মাধ্যমে এই দুর্নীতি সামাল দেওয়া যাবে না। স্বচ্ছ নিয়োগের দাবিতে নাগরিক সমাজকে রাস্তায় নামতে হবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ-প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার, রাজ্যসভার সাংসদ-আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, অভিনেতা দেবদূত ঘোষ, অভিনেতা বাদশা মৈত্র, পরিচালক অনীক দত্ত, অভিনেতা বিমল চক্রবর্তী, অধ্যাপক রজত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ওই সম্মেলন থেকেই মিছিলের কথা ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *