নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ বাইক চুরির দুই মাস্টারমাইন্ড পুলিশের জালে আটক৷ মেলাঘর থানার ইন্দ্রনগর থেকে তাদের আটক করে আর কে পুর থানার পুলিশ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷
বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে উদয়পুরে বাইক চুরি-কান্ডে দুই অভিযুক্তকে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘর থানাধীন ইন্দ্রনগর থেকে গ্রেফতার করে রাধা কিশোর পুর থানার পুলিশ৷ অভিযুক্ত দুইজনের নাম আলমগীর হোসেন ও শাহ আলম৷ রাধা কিশোর পুর থানায় ভারতীয় দণ্ডবিধি ৩৮২(ডি) ধারায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা রুজু হয়৷ শুক্রবার মেডিকেল করার পর উদয়পুর আদালতে অভিযুক্ত দুজনকে প্রেরণ করা হয়৷ বিস্তারিত জানান রাধা কিশোর পুর থানার সেকেন্ড অফিসার দেবব্রত বিশ্বাস৷ সেকেন্ড অফিসার জানান গত তিন জুলাই রাধা কিশোর পুর থানাধীন সোনামুড়া চৌমুহনী এলাকা থেকে বাইক চুরি হয়৷
বাইকের মালিক রাধা কিশোর পুর থানায় বাইক চুরির অভিযোগ জানিয়ে মামলা করেন৷ মামলা হাতে পেয়ে পুলিশ তদন্ত শুরু করলে দুই বাইক চুরির সাথে যুক্ত মাস্টারমাইন্ডর নাম উঠে আসে৷ বৃহস্পতিবার সন্ধ্যারাতে রাধা কিশোর পুর থানার পুলিশের কাছে গোপন খবর আসে যে সেই দুই মূল অভিযুক্ত মেলাঘর থানাধীন ইন্দ্রনগর এলাকায় রয়েছে৷ গোপন খবর পেয়ে মেলাঘর থানার পুলিশের সহযোগিতায় দুই অভিযুক্তকে আটক করে রাধা কিশোর পুর থানায় নিয়ে আসা হয়৷ অভিযুক্তের সাথে আর কেউ জড়িত রয়েছে কি তাও তদন্ত করে দেখছে আর কে পুর থানার পুলিশ৷