আগরতলা, ২৯ জুলাই (হি. স.) : সরকারী আবাসে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিজ বাসভবনেই ছিলেন। কিন্তু সরকারী প্রথা মেনে আজ তিনি সপরিবারে মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবনে গেলেন।
সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, কাজের সুবিধার্থে আজ মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারী বাসভবনে স্থানান্তরিত হয়েছি।রাজ্যবাসীর সার্বিক কল্যাণ সাধনে এই সরকারী বাসভবন থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে আমার সব কাজকর্ম পরিচালিত হবে।ইতিপূর্বে এই সরকারী বাসভবনে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বর্তমানে আগরতলায় ভাড়া বাড়িতে উঠেছেন। সেখান থেকেই তিনি রাজনৈতিক কাজকর্ম পরিচালনা করবেন।