ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। এবার সিনিয়র দাবাড়ুদের প্রতিযোগিতা। ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবার সিনিয়রদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দেশের রাজধানী দিল্লিতে এবছর অনুষ্ঠিত হবে জাতীয় সিনিয়র দাবা প্রতিযোগিতা। ১৭-৩০ নভেম্বর হবে আসর। ওই আসরে অংশ নেবে ত্রিপুরা। রাজ্য দল গঠনের লক্ষ্যে ৪ দিন ব্যাপী নির্বাচনী শিবির শুরু হবে ২৭ আগস্ট থেকে। ৪৮তম রাজ্য সিনিয়র উন্মুক্ত রেটিং দাবা প্রতিযোগিতা শেষ হবে ৩০ আগস্ট। ওই আসর থেকেই বাছাই করা হবে ত্রিপুরা দল। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২৫ আগস্টের মধ্যে নাম জমা দিতে উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ অনুরোধ জানিয়েছেন।
2022-07-29

