ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই। প্রস্তুতি জোর কদমে। সব কিছুই এখন ঠিকভাবে এগুচ্ছে। আবার বলা যায় মহেন্দ্রক্ষণের অপেক্ষায়। মোটকথা এখন অপেক্ষা শুধু উদ্বোধনের। জোরদার গতিতে চলছে ধর্মনগর ক্রিকেট স্টেডিয়ামের কাজ। শেষ তুলির টান চলছে এখন এই স্টেডিয়ামকে ঘিরে। টিসিএ সূত্রের খবর, আগামী ৬ থেকে ১০ আগস্টের মধ্যে যে-কোনও একদিন উদ্বোধন হতে পারে এই স্টেডিয়ামের। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী দিনক্ষণ চূড়ান্ত করে দিলেই ঘটা করে উদ্বোধন হবে এই স্টেডিয়ামের। প্রসঙ্গত ২০০৭ সালে এই স্টেডিয়ামের আত্মপ্রকাশ হয়েছিল ধর্মনগরে। তবে এর পর থেকে কোনো দিনই এই মাঠে বল গড়ায় নি। ময়দানই তো সঠিকভাবে তৈরি হয়নি বিগত বছর গুলোতে। তবে টিসিএ-র নতুন কমিটি গঠিত হবার পর দায়িত্বে থাকা প্রত্যেকেই এই ময়দানকে তড়িঘড়ি করার চেষ্টা নিলেন। অবশেষে গড়ে উঠলো এই ধর্মনগর ক্রিকেট স্টেডিয়াম। সাংবাদিক সম্মেলন করে একবার তা ২৩ জুলাই উদ্বোধন করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। কার্যত স্টেডিয়ামের কাজ অসমাপ্ত থাকায় তা স্থগিত রাখতে হয়। এখন অপেক্ষা শুধু উদ্বোধনের। তবে ৬-১০ আগস্টের মধ্যে না হলে, আবার ১৫ আগস্টের পরই মুখ্যমন্ত্রী থেকে দিনক্ষণ নিয়ে জানানো হবে স্টেডিয়াম উদ্বোধনের বিষয়টি।