ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। হাতে গোনা আর মাত্র কয়েকদিন। এরপরই টিসিএ-র পরিচালনায় শুরু হয়ে যাবে ক্লাব ক্রিকেট। টি ২০ র এই ফর্মেটকে ঘিরে প্রস্তুতিও শুরু করে দিয়েছে ক্লাবগুলো। এদিকে ক্লাব ক্রিকেট শুরু হবার প্রায় এক সপ্তাহ পূর্বে টিসিএর তরফে ক্লাব গুলোর গত দুবছরের যাবতীয় বকেয়া টাকা দিয়ে দেওয়া হলো। ২০১৯-২০ এবং ২০২০-২১ এর যাবতীয় সব পাওনা টিসিএ মিটিয়ে দিলো ক্লাব গুলোর। এই বকেয়া টাকা নিয়ে কয়েকদিন পূর্বে বেশ নাটক করেছিলেন মুষ্টিমেয় কয়েকটি ক্লাব। অবশেষে তাদের কথাগুলো মেনেই টিসিএর তরফে দিয়ে দেওয়া হলো গত দুবছরের অর্থরাশি। কোভিডের জন্য টিসিএ আগেই ঘোষণা দিয়েছিলেন প্রতিটি ক্লাবকে অতিরিক্ত ৫৭ হাজার টাকা করে দেবার ঘোষণা দিয়েছিলেন। তা ও টিসিএর তরফে দিয়ে দেওয়া হয়েছে। প্রাপ্ত খবর এরকম যে, ১৪ টি ক্লাবের মধ্যে ১২ টি ক্লাবকেই তাদের অর্থ রাশি দিয়ে দেওয়া হলো টিসিএর তরফে। বাকি দুটো ক্লাব তাদের কাগজ পত্র দেয়নি বলে এখনো তাদের টাকা দিতে পারে নি টিসিএ। তবে খুব শীগ্রই তাদের টাকা ও দিয়ে দেবে টিসিএ বলে জানা গেল। বর্তমানে টিসিএতে যারাই দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই রাজ্যের ক্রিকেটকে কিভাবে আগামীতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়েই বধ্য পরিকর। এরই অন্যতম একটি দিক কিন্তু হলো এই অর্থরাশি রিলিজ করে দেয়ার বিষয়টা। ক্লাব গুলো যখন টাকা পায়নি তখন কিন্তু চতুরদিকে একটা চিৎকার শুরু হয়েছিল। কিন্তু এখন টাকা পাবার পর কিন্তু এক ফোঁটা ও আওয়াজ নেই।