আহমেদাবাদ, ২৭ জুলাই ( হি.স.) : গুজরাটে বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ পৌঁছেছে। এদিকে, বুধবার আইপিএস অফিসার সুভাষ ত্রিবেদী নেতৃত্বে গঠিত হয়েছে এসআইটি দল। এদিন থেকে সিট তদন্ত শুরু করে।
বারওয়ালা তহসিলের রোজিদ গ্রামে ১২ জন এবং রণপুর তহসিলে দুই মহিলা সহ 8 জনের মৃত্যু হয়েছে। বারওয়ালার দেবগানা গ্রামে রাসায়নিক মিশ্রিত বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে কানুভাই নামে এক ব্যক্তির। পুলিশ কানুভাইয়ের ৪ সন্তানকে দত্তক নিয়ে শিশুদের শিক্ষাসহ অন্যান্য দায়িত্ব পুলিশ নিয়েছে।
পুলিশ সুপার ডক্টর করণরাজ বাঘেলা জানিয়েছেন, বারওয়ালা ও রণপুরের সমস্ত পুলিশ দল রাতভর ব্যস্ত ছিল। সকাল থেকেই কাজ করছে বিভিন্ন দল। বারওয়ালায় পাঁচটি দল এবং রানপুরে চারটি দল কাজ করছে। তিনি বলেন, কারও বমি ও মাথা ঘোরার সমস্যা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। সমস্ত গ্রামের বাইরে পুলিশ অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে। কমিউনিটি হেলথ সেন্টারে অ্যাম্বুলেন্সগুলোকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।