আগরতলা, ২৬ জুলাই : আজ ত্রিপুরায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কের পূজা। রাজন্য আমল থেকে ত্রিপুরার বুকে অনুষ্ঠিত হয়ে আসছে ওই পূজা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ধর্মীয় রীতিনীতি মেনে আজ রাজবাড়ীতে সম্পন্ন হয়েছে কের পূজা।
এদিন পূজোর পুরোহিত জানিয়েছেন, রাজন্য আমল থেকেই রাজবাড়ীতে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। প্রাচীনকালে আরো বৃহৎ আকারে এই পুজো অনুষ্ঠিত হলেও বর্তমানে ছোট পরিসরেই রাজবাড়ী এবং দুর্গা বাড়িতে এই পুজো অনুষ্ঠিত হয়। এছাড়াও পুরানো হাবেলিতে চৌদ্দ দেবতার মন্দিরেও এই পুজো অনুষ্ঠিত হয়। মূলত খারচি পুজোর ১৪ দিন পর এই পুজো অনুষ্ঠিত হয় রাজ্যে। এবারও রাজ্য এবং দেশের কল্যাণে পূজার্চ্চনা হয়েছে বলে জানিয়েছেন পুরোহিত।