ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো একান্তিকা সরকার এবং আয়ুষ সাহা। রাজ্য অনূর্ধ্ব-১১দাবা প্রতিযোগিতায়। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে মঙ্গলবার নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের দাবা হলঘরে হয় আসর। তাতে বালক বিভাগে ২৮ জন এবং বালিকা বিভাগে অংশ নেয় ১৫ জন দাবাড়ু। বালক বিভাগে প্রত্যাশিতভাবেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আয়ুষ সাহা। খেতাব নির্ণায়ক ম্যাচে আয়ুষ পরাজিত করে শ্রীথিক মজুমদারকে। সাড়ে চার পয়েন্ট নিয়ে রানার্স হয়েছে রুদ্রনীল দেবনাথ। ৪ পয়েন্ট নিয়ে ৩ জন থাকে তৃতীয় স্থানে। পরে ভোকসলসে তৃতীয় শাক্য সিংহ মোদক, চতুর্থ প্রাঞ্জল দেবনাথ, পঞ্চম স্থান পেয়েছে রুদ্র মজুমদার। সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ শ্রীথিক মজুমদার। বালিকা বিভাগে অনেকটা পেছন থেকে দুর্দান্তভাবে সাফল্য অর্জন করে একান্তিকা সরকার পেয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন খেতাব পাঁচ রাউন্ডের খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে। শীর্ষবাছাই এবং অনূর্ধ্ব-৮ ও অনূর্ধ্ব-৯ বিভাগে চ্যাম্পিয়ন আরাধ্যা দাস পেয়েছে রানার্স খেতাব। অপরাজিত ভূমিকায় তারও সংগৃহীত পয়েন্ট সাড়ে ৪, তবে ভোকসলসে তাকে চ্যাম্পিয়ন খেতাব থেকে ছিটকে যেতে হয়েছে। ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান পেয়েছে আকৃতি দেবনাথ। এছাড়া, চারজন ৩ করে পয়েন্ট পেলেও ভোকসলসের ভিত্তিতে অঙ্কিতা সরকার চতুর্থ, বৃষ্টি মজুমদার পঞ্চম, অন্বেষা বনিক ষষ্ঠ এবং উর্মী সাহা সপ্তম স্থান পেয়েছে। খেলা পরিচালনা করেন চিফ আরবিটার অনুপম ভট্টাচার্য। টুর্নামেন্ট ডিরেক্টর-এর ভূমিকায় ছিলেন অভিজিৎ ঘোষ। উল্লেখ্য, রাজ্য দাবা সংস্থা আয়োজিত আরও কয়েকটা আসর শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে। ওই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রথম ৪ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি এই টুর্নামেন্ট থেকে বাছাইকৃত রাজ্য দল