আগরতলা, ২৬ জুলাই (হি. স.) : ২০২৩ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রণকৌশল নির্ধারণে ত্রিপুরায় ময়দানে নেমে পড়েছে বিজেপি। প্রদেশ কমিটির পদাধিকারীদের সাথে ম্যারাথন বৈঠক শুরু হয়েছে। আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষের পৌরহিত্যে দুইদিনের সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে। আগামীকাল বৈঠকের সমাপ্তির পর বড় ঘোষণা অপেক্ষা করছে বলে দলীয় সুত্রে খবর। তবে, বেশ কিছু নতুন নির্দেশিকা এসেছে। বিজেপি প্রদেশ কমিটি সেই নির্দেশিকা মেনেই প্রস্তুতি শুরু করবে বলে সূত্রের দাবি।
বিধানসভা নির্বাচনের হাতে গুনা কয়েক মাস বাকি। নানা চড়াও-উতরাও এর মধ্য দিয়ে বিজেপি জোট সরকার পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে চলেছে। সাফল্য এবং ব্যর্থতা মিলিয়ে মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কতটা এগিয়ে গেছে দল তার হিসেব-নিকেশ শুরু হয়েছে।
আজ বিজেপি প্রদেশ মুখ্য কার্যালয়ে সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে। ওই বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, প্রদেশ প্রভারী সাংসদ বিনোদ সোনকর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ বিভিন্ন পদধিকারিগণ। সূত্রের খবর, নতুন সভাপতি বাছাই নিয়ে এদিনের বৈঠকে বিশেষ আলোচনা হয়েছে। আগামীকাল বৈঠক শেষে এ-বিষয়ে চূড়ান্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ওই ঘোষণা দিল্লি থেকে হবে, এমনটা সূত্রের দাবি।
বিজেপি সুত্রে খবর, ত্রিপুরায় দলের বর্তমান অবস্থা নিয়ে এদিন চুলচেরা বিশ্লেষণ হয়েছে। বিভিন্ন মোর্চা নিজ নিজ ক্ষেত্রের বর্ণনা দিয়েছে। ২০২৩ বিধানসভা নির্বাচনে রণকৌশল নির্ধারণে কোন কোন বিষয় প্রাধান্য পাবে, সেবিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।সূত্রের দাবি, আগামীকাল মন্ত্রিসভার সদস্যদের সাথে আলাদাভাবে বৈঠক হবে। ওই বৈঠকে সরকারী কাজে সাফল্যের পূর্ণ খতিয়ান জেনে নেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ। তবে, এই মুহুর্তে শরিক দল আইপিএফটি-র সাথে বৈঠকের কোন সম্ভাবনা নেই। কিন্তু, আগামী বিধানসভা নির্বাচনে জোটের কৌশল নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে, সূত্রের দাবি।