Sports:ত্রিপুরার ক্রীড়া সংগঠক আসামে সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। ত্রিপুরায় সফল ক্রীড়া সংগঠক হিসেবে তিনজন ক্রীড়া ব্যক্তিত্বকে আসামে সংবর্ধনা জানানো হয়েছে। রাজ্যের ক্রীড়া জগতের জন্য এটি একটি দারুণ খবর। অল আসাম আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুদিন ব্যাপী ৪০-তম অল আসাম আর্ম রেসলিং স্টেট চ্যাম্পিয়নশিপ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গুয়াহাটি কমার্স কলেজ অডিটোরিয়ামে হয়েছে এই চ্যাম্পিয়নশিপ। ত্রিপুরা আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস ভৌমিক, জয়েন্ট- সেক্রেটারি অমল ঘোষ এবং আন্তর্জাতিক বডি বিল্ডার রূপক বিশ্বাসকে তাদের নিজ নিজ কর্মকান্ডে সফল ক্রীড়া সংগঠক হিসেবে আসামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়েছে।হায়দ্রাবাদে সদ্য সমাপ্ত জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার অমল ঘোষ দুর্দান্ত পারফরম্যান্স করে স্বর্ণপদক লাভ করেছেন। পাশাপাশি আর্ম রেসলিং স্পোর্টস-এর মানোন্নয়ন ও প্রসার কল্পে ত্রিপুরায় যুবসমাজ এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে এই আর্ম রেসলিং ও বডি বিল্ডিং ক্রীড়া চালু করার উদ্যোগের সৌজন্য স্বরূপ অল আসাম আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরার এই তিনজন ক্রীড়া ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা স্বরূপ “আজীবন খেল সেবা অ্যাওয়ার্ড – ২০২২” পুরস্কারে সম্মানিত করেছে। গত রবিবার গুয়াহাটি কমার্স কলেজে ডঃ ভগবান চন্দ্র লহ্কর অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মন্ত্রী পীযুষ হাজারিকা, বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য সহ অনেক অতিথিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ পেয়ে উপস্থিত ত্রিপুরার ক্রীড়া সংগঠকদের মানপত্র, উত্তরীয়, পুষ্পস্তবক সহ স্মারক উপহারে সংবর্ধিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *