নয়াদিল্লি, ২৪ জুলাই ( হি.স.) : সোমবার ২৫ জুলাই বিকেল ৪:৩০ টায় প্রয়াত হরমোহন সিং যাদবের দশম মৃত্যুবার্ষিকীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, হরমোহন সিং যাদব (১৮ অক্টোবর, ১৯২১ – ২৫ জুলাই, ২০১২) যাদব সম্প্রদায়ের একজন মহান ব্যক্তি এবং নেতা ছিলেন। কৃষক, অনগ্রসর শ্রেণী এবং সমাজের অন্যান্য অংশের জন্য প্রয়াত নেতার অবদানের স্বীকৃতিস্বরূপ এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ।
হরমোহন সিং যাদব দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং এমএলসি, বিধায়ক, রাজ্যসভার সদস্য এবং ‘অল ইন্ডিয়া যাদব মহাসভা’-এর সভাপতি হিসাবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর পুত্র সুখরাম সিং-এর সহায়তায় কানপুর এবং এর আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার সময় বীরত্ব প্রদর্শন করে বেশ কয়েকজন শিখের জীবন বাঁচানোর জন্য হরমোহন সিং যাদবকে ১৯৯১ সালে শৌর্য চক্রে ভূষিত করা হয়েছিল ।