নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ণ শনিতলা এলাকা থেকে এক ড্রাগস কারবারীকে আটক করেছেন স্থানীয়রা৷ জানা যায় রবিবার দুপুর নাগাদ এক ব্যক্তি সন্দেহজনকভাবে শনিতলা এলাকায় ঘোরাফেরা করছিল৷ তখন ওই স্থানীয় জনগণ তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রচুর পরিমাণ ড্রাগসের কৌটা পান৷ কৌটা গুলিতে ড্রাগস মজুদ ছিল৷ ড্রাগসহ আটক ব্যক্তিকে উত্তেজিত জনতা উত্তম মধ্যম দেন৷ তাতে সে অল্প বিস্তার জখম হয়৷ ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ সেখানে ছুটে যায়৷ সেখান থেকে ড্রাগসসহ আটক ব্যক্তিকে পূর্ব থানায় নিয়ে আসা হয়৷ পূর্ব থানার পুলিশ জানিয়েছে তার কাছ থেকে যেসব কৌটা পাওয়া গেছে সেগুলিতে ড্রাগস রয়েছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তাদের নাম ধাম উদ্ধার করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ প্রকাশ্য দিবালোকে ড্রাগস বিক্রি করতে এসে এক ব্যক্তি স্থানীয়দের হাতে আটক হওয়ার সংবাদে স্থানীয় জনগণের রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়৷ উল্লেখ্য আগরতলা শহর এলাকার অলিগলিতে প্রতিনিয়ত ড্রাগসসহ নানা নেশা জাতীয় সামগ্রী বিক্রি হচ্ছে৷ ভয়ংকর নেশার কবলে পড়ে যুবসমাজ ধবংস হয়ে যাচ্ছে৷
2022-07-24