ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। একদিকে টেনিস টুর্নামেন্ট, অপরদিকে জাতীয় স্তরের আসরে অফিসিয়েটিং কর্মশালা – দুই নিয়ে ত্রিপুরা টেনিস এসোসিয়েশন এখন সংবাদ শিরোনামে। তিন দিনব্যাপী ন্যাশনাল রেংকিং জুনিয়র চ্যাম্পিয়নশিপ সিরিজ টেনিস টুর্নামেন্ট – ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। টুর্নামেন্টে ওড়িশার আহান মিশ্র বালকদের সিঙ্গেলস অনূর্ধ্ব১৪ ক্যাটাগরিতে সাফল্যের সঙ্গেই খেলছে। এদিকে, শহীদ ভগৎ সিং ইয়ুথ হোস্টেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্তরের অফিসিয়েটিং কর্মশালা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সৌজন্যে ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালা, আগামীকাল সকাল সাড়ে নয়টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত উপস্থিত থাকবেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে সিআরপিএফ ডিআইজি বিজয় কুমার, ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দও উপস্থিত থাকবেন। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের নির্বাচিত টিউটর অভিষেক মুখার্জি কর্মশালায় প্রধান আলোচক হিসেবে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, এই কর্মশালায় মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের পাশাপাশি স্বাগতিক ত্রিপুরার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।