BRAKING NEWS

Udaipur:উদয়পুরে টি-২০ : জয় অব্যাহত রেখে লীগ শীর্ষে বিবেক সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। জয় অব্যাহত রেখেই এগুচ্ছে বিবেক সংঘ। টানা দুই ম্যাচে জয় ছিনিয়ে বিবেক সংঘ টি-টোয়েন্টি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। উদয়পুরে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এখন জমজমাট পর্যায়ে। আয়োজক উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। জামজুরি মাঠে সকালে খেলা শুরুতে টস জিতে কিল্লা বড় কোচিং সেন্টার বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বিবেক সংঘকে আমন্ত্রণ জানায় প্রথমে ব্যাটিংয়ের জন্য। সীমিত ২০ ওভারে বিবেক সংঘ ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। টি-টোয়েন্টি ধাঁচে ব্যাটার্সরা তেমন রান না পেলেও রিয়াজ উদ্দিনের অর্ধশত রান দলের স্কোর যথেষ্ট সমৃদ্ধ করেছে। রিয়াজ ৪১ বল খেলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান সংগ্রহ করেছে। এছাড়া, সঞ্জয় মজুমদারের ১৬ রান ও গণেশ লোধের ১৪ রান উল্লেখ করার মতো। কিল্লা বরক কোচিং সেন্টারের বোলার দেবভক্ত জমাতিয়া ও রাম জমাতিয়া দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া, সরল কুমার জমাতিয়া, সরল মিঠুন জমাতিয়া ও বিশ্বপ্রসাদ জামাতিয়া প্রত্যেকে পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে কিল্লা বরক কোচিং সেন্টার ১৭ ওভার খেলে ৬৩ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সুকান্ত জমাতিয়া (১৫ রান) ও দেবভক্ত জমাতিয়া (১০ রান) ছাড়া অন্যরা তেমন রান সংগ্রহে নৈপুণ্য দেখাতে পারেনি। বিবেক সংঘের বোলার শারুখ হোসেন, শংকর পাল ও রিয়াজ উদ্দিন প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া রিতায়ন দে ও আরমান হোসেন পেয়েছে একটি করে উইকেট। বিবেক সংঘ ৫৪ রানের ব্যবধানে জয়ী হয়ে চার দলীয় টি-টোয়েন্টি লিগ আসরে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে। ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যে বিজয়ী দলের রিয়াজ উদ্দিন ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। দিনের খেলা: রাজারবাগ প্লে সেন্টার বনাম কিল্লা বরক কোচিং সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *