BRAKING NEWS

Sports:প্রস্তুতি জোরকদমে : টিসিএ-র উদ্যোগে টি-‌২০ ক্লাব ক্রিকেট শুরু ৫ আগস্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। ঘড়ুয়া ক্রিকেট মৌসুম শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে প্রস্তুতি চলছে জোরকদমে। সিনিয়র টি-২০ ক্লাব ক্রিকেট শুরু হবে ৫ আগস্ট থেকে। পুলিস ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে হবে এবারকার এই আসর। এই ঘরোয়া ক্লাব ক্রিকেটকে সামনে রেখে আজ, শুক্রবার থেকে শুরু হয়ে গেছে ক্লাবগুলোর পক্ষে ক্রিকেটার রেজিস্ট্রেশনের কাজ। এদিকে, এদিন দুপুরেই মাঠের হাল হকিকত দেখতে পুলিস ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে গেলেন রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি তপন লোধ সহ ভারপ্রাপ্ত সচিব কিশোর কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তারা। সবুজে ঘেরা পি টি এ জি স্টেডিয়াম দেখে খুবই খুশি হলেন প্রত্যেকেই। এই মাঠেই হবে এবছর সিনিয়রদের টি-২০ ফরম্যাটের ম্যাচগুলো। ক্লাবগুলোও বেশ শক্তিশালী দল নিয়েই ময়দানে ঝাঁপাতে প্রস্তুত। এর মধ্যে এবছর ব্লাডমাউথ ক্লাব প্রথমবারের মতো বিদেশ থেকে ক্রিকেটার আনছে ক্লাব ক্রিকেটে খেলার জন্য। যা অতীতে কোনো ক্লাবই করেনি। প্রাপ্ত খবর এরকম যে, আফগানিস্তান থেকে আসছেন এই ক্রিকেটার। ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করেন তিনি। একই সঙ্গে এবছর ব্লাডমাউথ ক্লাবের হয়ে খেলার জন্য আসছেন অনুর্ধ ১৯ ভারতীয় বিশ্বকাপ দলে খেলা ক্রিকেটার সন্দীপ দাস। বেশ জমাটি দলই এবার মাঠে নামাচ্ছে ব্লাডমাউথ। কাজেই মাঠের পরিবেশ, সঙ্গে বাকি সব সুযোগ সুবিধা তদারকি করতেই এদিনের সফর করলেন টি সি এ-‌র প্রতিনিধিরা। একই সঙ্গে ঘুরে দেখলেন পি টি এ জি-‌র হোস্টেলের কাজও। ভারপ্রাপ্ত সচিব কিশোর দাস জানালেন, আগস্ট মাসের শুরুতেই উদ্বোধন করা হবে পি টি এ জি-তে আবাসিক হোস্টেলের। কাজ প্রায় অন্তিম পর্যায়ে। এখন চলছে শেষ তুলির টান। সব মিলিয়ে রাজ্য ক্রিকেটকে এক আলাদা মাত্রা এনে দিতেই বদ্ধপরিকর রাজ্য ক্রিকেট সংস্থার বর্তমান পরিচালন কমিটির কর্মকর্তারা। এখন একই সঙ্গে এমবিবি স্টেডিয়ামের হোস্টেল এবং পি টি এ জি ক্রিকেট হোস্টেলে দারুন ভাবে থাকতে পারবেন ক্রিকেটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *