এডিনবার্গ, ২২ জুলাই ( হি.স.) : টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন স্কটল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কাইল কোয়েৎজার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগে ত্রিদেশীয় সিরিজের ম্যাচের পর কোয়েৎজার অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার পরে রিচি বেরিংটনকে অধিনায়ক করা হয়েছিল। তিনি সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে ২০২১সালের আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন।
অবসর নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে কোয়েৎজার এক বিবৃতিতে বলেছেন, “ক্রিকেট স্কটল্যান্ড এবং প্রধান কোচের সঙ্গে আলোচনার পর আসন্ন টি-২০ বিশ্বকাপে আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসায় দল আরও উপকৃত হবে।”
কোয়েৎজার আরও বলেন, তিনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর অপেক্ষায় ছিলেন এবং টি-২০ থেকে অবসর নেওয়ার পরে এখন তা করতে সক্ষম হবেন।
কোয়েৎজার স্কটল্যান্ডের হয়ে ৭০টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ৬ অর্ধশতকের সাহায্যে ১৪৯৫ রান করেছেন। ৪১টি ম্যাচে তিনি স্কটল্যান্ডকে নেতৃত্ব দিয়ে ২০টিতে দলকে জিতিয়েছেন।