ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। ফুটবল মাঠ সংস্কারের কাজ চলছে জোর কদমে। বিশেষ করে অ্যাস্ট্রোটার্ফের কাজ। সবকিছু সময়মতো শেষ হলে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ঘরোয়া ফুটবল মরশুম। আপাতত সিদ্ধান্ত তৃতীয় ডিভিশন এবং মহিলা লিগ ফুটবল দিয়েই ঘরোয়া ফুটবল মরশুম শুরু করানো হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফে তৃতীয় ডিভিশন এবং অরুন্ধতিনগর পুলিস মাঠে মহিলা ফুটবলের আসর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এনিয়ে সোমবার ক্লাব কর্তাদের সঙ্গে সভায় মিলিত হওয়ার কথা রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের। তবে এব্যাপারে শুক্রবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন রাতে রাজ্য ফুটবল সংস্থার কর্তারা এনিয়ে বৈঠক করেন। আগস্ট মাসের শেষ দিকে রাজ্য ফুটবল সংস্থার কাছে হস্তান্তর করা হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফ মাঠ। এরপরই শুরু হবে ঘরোয়া ফুটবল মরশুম। রাজ্য ফুটবল সংস্থা সূত্রে এখবর জানা গেছে।