নয়াদিল্লি, ২১ জুলাই ( হি.স.) : অবিবাহিত হওয়ার কারণে কোনও মহিলাকে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের রায়কে খারিজ করে এক অবিবাহিত তরুণীকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ওই তরুণী ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এদিন রায় ঘোষণার সময় শীর্ষ আদালত দিল্লি এইমসকে ২ জনের বিশেষজ্ঞ দল গড়ার নির্দেশ দিয়েছে। সেই বিশেষজ্ঞ দল তরুণীর শারীরিক পরীক্ষার রিপোর্ট জমা দিয়ে জানাবে যে, গর্ভপাতের ফলে তাঁর কোনও ক্ষতি হতে পারে কি না।
প্রসঙ্গত, গর্ভপাতের অনুমতি চেয়ে প্রথমে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন মণিপুরের বাসিন্দা ২৫ বছরের ওই তরুণী। দেশের আইন অনুযায়ী, গর্ভাবস্থার ২৪ সপ্তাহ পর্যন্ত অবিবাহিত মহিলারা গর্ভপাত করাতে পারলেও দিল্লি হাইকোর্ট ওই তরুণীর আবেদন খারিজ করে দেয়। আইনে বলা আছে, সহমতের ভিত্তিতে সহবাসের পর কোনও মহিলা গর্ভবতী হয়ে পড়লে তিনি গর্ভপাত করাতে পারেন ঠিকই। কিন্তু গর্ভস্থ ভ্রুণের ২০ সপ্তাহ সময়সীমার মধ্যে সেটা করতে হবে। তাই দিল্লি হাইকোর্ট ওই তরুণীকে গর্ভপাতের অনুমতি দেয়নি।
সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে যান ওই তরুণী। আদালতের কাছে আবেদনে তিনি জানান, এই সন্তানের কারণে পরবর্তীকালে তাঁকে নানা সমস্যার মুখে পড়তে হবে। সর্বোপরি ওই সন্তান তাঁর মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তরুণীর আবেদন খতিয়ে দেখার পর এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ গর্ভপাতের অনুমতি দেয়। সেই সঙ্গে জানায়, হাইকোর্ট এব্যাপারে অযথা কঠোর অবস্থান নিয়েছে।