BRAKING NEWS

Nityanand Rai:জম্মু-কাশ্মীরে উল্লেখযোগ্যভাবে কমেছে সন্ত্রাসী হামলা : নিত্যানন্দ রাই

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.) : জম্মু-কাশ্মীরে উল্লেখযোগ্যভাবে কমছে সন্ত্রাসী হামলা। বুধবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রাই। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে ২০১৮ সাল থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে সন্ত্রাসী হামলা। বিগত ৪ বছরে সন্ত্রাসী হামলার পরিসংখ্যান দিয়ে তিনি জানান, ২০১৮ সালের ৪১৭টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল, ২০১৯ সালে ২৫৫, ২০২০ সালে ২৪৪, ২০২১ সালে মোট সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ২২৯।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রাই আরও জানান, ২০১৯ সালের ৫ অগাস্ট ২০২২ সালের ৯ জুলাই অবধি জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন সুরক্ষা বাহিনীর ১২৮ জন জওয়ান ও ১১৮ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত ১১৮ জন সাধারণ নাগরিকের মধ্যে ৫ জন কাশ্মীরি পণ্ডিত এবং ১৬ জন অন্যান্য হিন্দু/শিখ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কোনও তীর্থযাত্রী মারা যাননি। নিত্যানন্দ রাই জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্যাকেজের অধীনে, ৫ হাজার ৫০২ জন কাশ্মীরি পণ্ডিতকে উপত্যকায় সরকারি চাকরি দেওয়া হয়েছে। রেকর্ড অনুসারে, উল্লিখিত সময়কালে কোনও কাশ্মীরি পণ্ডিত উপত্যকা থেকে চলে যাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *