প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যসভার সদস্য পিটি ঊষা

নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : প্রাক্তন অলিম্পিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট পিটি ঊষা রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার পরে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।

বৈঠকের ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, “সংসদে পিটি উষা জির সঙ্গে দেখা করে আনন্দিত।”
প্রখ্যাত প্রাক্তন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট পিটি ঊষা আজ চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুর উপস্থিতিতে রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন। প্রাক্তন ক্রীড়াবিদ হিন্দিতে শপথ নেন। এর আগে চেয়ারম্যান শপথ গ্রহণের জন্য পিটি ঊষার নাম ডাকলে সদস্যরা তাঁকে স্বাগত জানান।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেছিল এবং সুরকার ইলাইয়ারাজা, চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ এবং আধ্যাত্মিক নেতা বীরেন্দ্র হেগড়েকেও রাজ্যসভায় মনোনীত করা হয়েছিল।