নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়েরের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশের নথিভুক্ত ছয়টি এফআইআরের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ অবিলম্বে জুবায়েরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। আদালত বলেন, জুবায়েরকে একটানা হেফাজতে রাখার কোনো যৌক্তিকতা নেই।
আদালত জামিনে মুক্তির নির্দেশ দেন। আদালত বলেছে, জুবায়েরের জামিনের বন্ড দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে পূরণ করা হবে। আজ সন্ধ্যা ৬টার আগে জুবায়েরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত। উত্তরপ্রদেশ জুবায়েরের বিরুদ্ধে নথিভুক্ত ছয়টি এফআইআর দিল্লি পুলিশের স্পেশাল সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত। জুবায়েরের বিরুদ্ধে ভবিষ্যত এফআইআর-এ গ্রেফতারের বিরুদ্ধে সুরক্ষাও দেয় আদালত। এর অর্থ হল ভবিষ্যতে কোনও এফআইআর নিবন্ধিত হলে তা স্বয়ংক্রিয়ভাবে দিল্লি পুলিশের স্পেশাল সেলে স্থানান্তরিত হবে। শুনানির সময় জুবায়েরের আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, আবেদনকারী একজন সাংবাদিক। তার কিছু টুইটের ভিত্তিতে হয়রানি করা হচ্ছে। গত ২৭জুন একটি টুইটার পোস্টের মাধ্যমে হিংসা ছড়ানো সহ বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।