BRAKING NEWS

JP Nadda:দেশ চিরকাল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে ঋণী থাকবে: জেপি নড্ডা

নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা বুধবার ‘ফ্রি বুস্টার ডোজ’ প্রচারের অংশ হিসাবে লেডি হার্ডিঞ্জ হাসপাতালে টিকা কেন্দ্রে গিয়েছিলেন। এ সময় তিনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, করোনার বিরুদ্ধে নির্ণায়ক লড়াইয়ে একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক কভার তৈরিতে সহযোগিতার জন্য দেশ সর্বদা সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্যারামেডিকদের কাছে ঋণী থাকবে।

নড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ ১৩০ কোটির দেশ কোভিডের বিরুদ্ধে ভ্যাকসিনের প্রতিরক্ষামূলক ঢাল পরে প্রস্তুত। তার নেতৃত্বে ১৮-৫৯ বছর বয়সী সকল নাগরিকের জন্য ৭৫ দিনের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ চালু করার একটি ক্যাম্পেইন গত ১৫ জুলাই থেকে শুরু হয়েছে।
নাড্ডা আরও বলেন, সমস্ত বিজেপি কর্মীদের ইতিমধ্যেই বিনামূল্যে বুস্টার ডোজ প্রচারের অধীনে ৭৫ দিনের জন্য সমস্ত টিকা কেন্দ্র পরিদর্শন করার এবং প্রচারটি সুচারুভাবে চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *