চণ্ডীগড়, ২০ জুলাই ( হি.স.) : পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় এক শার্প শুটারকে আগে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্তদের নাগালে পাওয়ায় চেষ্টা করছিল পুলিশ। জগরূপ রূপা এবং মুন্না কুশা নামে দুই জনের নাম সামনে আসে। তাদের গ্রেফতার করতে গেলে তারা পাল্টা হামলা চালায় পুলিশের উপর। আত্তারি সীমান্তের কাছে একটি বাড়িতে লুকিয়ে পুলিশের উপর হামলা চালায়। চার ঘণ্টার এনকাউন্টারে খতম হয়েছে সিধু মুসেওয়ালা খুনে জড়িত দুই সন্দেহভাজন।
জনপ্রিয় পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার উপর দিন-দুপুরে গুলি চালানোর ঘটনায় চমকে উঠেছিল গোটা দেশ। ঘটনার সময় তাঁর সঙ্গে বন্দুকধারী রক্ষীও ছিল। গুরুতর আহত হন তাঁরাও। কমপক্ষে ২০টি বুলেট এই গায়কের দেহ ভেদ করেছিল। এরপরেই মৃত্যু হয় ওই গায়কের। মুসেওয়ালা মানসা থেকে কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি আম আদমি পার্টির প্রার্থী বিজয় সিংলার কাছে ৬৩ হাজারেরও ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। মানসা জেলার মুসা গ্রামের বাসিন্দা মুসেওয়ালা গত বছর নভেম্বরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। গুলি চালনার ঘটনায় আপকে আক্রমণ করেছে কংগ্রেস।