BRAKING NEWS

১৬ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু মেট্রো রেল পরিষেবা

ঢাকা, ১৯ জুলাই (হি. স.) : আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে মেট্রো রেল পরিষেবা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও । প্রথম ধাপে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে ট্রেন।

ঢাকার সাধারণ মানুষকে যানজট দুর্ভোগ থেকে মুক্তি দিতেই রাজধানীতে মেট্রো রেল পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রো রেল। মোট যাত্রাপথ ২১ দশমিক ২৬ কিলোমিটার। খরচ হচ্ছে ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা। ইতিমধ্যেই উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার রেললাইন পাতার কাজ শেষ হয়েছে। এদিন একনেকের বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের জানান, ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পযর্ন্ত মেট্রোরেল চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্টেশনে পার্কিং স্পেস এবং এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত আন্ডারপাস করার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *