চণ্ডীগড়, ১৯ জুলাই (হি. স.) : বেআইনিভাবে খনি থেকে পাথর পাচার রুখতে গিয়ে মঙ্গলবার সকালেই খনি মাফিয়াদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন মেওয়াতের ডিএসপি সুরেন্দ্র সিং বিষ্ণোই । ডাম্পারের তলায় পিষে দিয়ে খুন করা হয় তাঁকে। ওই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত ইক্কারকে গ্রেফতার করল পুলিশ।
এদিন সকালে নুহ জেলার ডিএসপি সুরেন্দ্র সিং বিষ্ণোই খবর পান, নুহে বেআইনি খনি থেকে পাথর লরিতে তোলা হচ্ছে। অবৈধ পাথর বোঝাই লরি আটকাতে ঘটনাস্থলে পৌঁছন তিনি। সেখানে পুলিশকে ঘিরে ফেলে খনি মাফিয়ারা। একটি ডাম্পারের তলায় সুরেন্দ্রকে ফেলে দেওয়া হয়। তার পরে তাঁর উপর দিয়ে চলে যায় পাথরভর্তি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরিয়ানা পুলিশের ডিএসপির। ওই ঘটনায় ঘাতকদের পাকড়াও করতে বিশেষ অভিযান শুরু করে হরিয়ানা পুলিশের একটি বিশেষ দল। সিআই সুরেন্দ্র সিধুর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। খনি মাফিয়াদের সঙ্গে পুলিশের এনকাউন্টারও হয়। শেষ পর্যন্ত ডিএসপি খুনে মূল অভিযুক্ত ইক্কারকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ।