কলকাতা, ১৮ জুলাই (হি. স.) : সোমবার থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্বে থাকছেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। এদিন, নতুন রাজ্যপালকে টুইটে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার রাতেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। রাষ্ট্রপতি তাঁর সেই ইস্তফাপত্র গ্রহণ করে আপাতত, মণিপুরের রাজ্যপালকে সে রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদেরও দায়িত্ব সামলানোর দায়িত্ব দিয়েছেন।
বিরোধী দলনেতা লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য মণিপুরের রাজ্যপাল লা গণেশনজিকে অভিনন্দন। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমার তরফ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস রইল।’বস্তুত, এনডিএ সরকারের উপরাষ্ট্রপতি পদের প্রার্থী জগদীপ ধনকর। সোমবারই এই পদের জন্য মনোনয়ন পেশ করেন তিনি। সেই মোতাবেক পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।