উপরাষ্ট্রপতি ভোটে মনোনয়ন পেশ জগদীপ ধনখড়ের, বঙ্গের রাজ্যপাল পদে দিয়েছেন ইস্তফা

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): উপরাষ্ট্রপতি ভোটে সোমবার মনোনয়ন জমা দিলেন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়। সোমবার দুপুরে মনোনয়ন পত্র পেশ করেছেন জগদীপ ধনখড়, সেই সময় তাঁর পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা প্রমুখ। এদিন দুপুরেই সংসদের গ্রন্থাগার ভবনে এসে পৌঁছন ধনখড়, তারপর উপরাষ্ট্রপতি ভোটের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।

রবিবারই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তার পরেই অস্থায়ী রাজ্যপাল হিসাবে মণিপুরের রাজ্যপাল লা গণেশননের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এখন থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। উল্লেখ্য, গত শনিবারই পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম উপরাষ্ট্রপতি প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তার পরেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরে দাঁড়ান ধনখড়। এদিন উপরাষ্ট্রপতি ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার পর ধনখড় বলেন, “আমি কখনও স্বপ্নেও ভাবিনি, আমার মতো একজন সাধারণ মানুষকে এমন বড় সুযোগ দেওয়া হবে। একজন কৃষকের সন্তান আজ তাঁর মনোনয়ন জমা দিয়েছে, এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।”