গরাকাটা, ১৭ জুলাই (হি.স.) : টানা কয়েকদিন তাপপ্রবাহের পর বৃষ্টি নামল সহ ডুয়ার্সজুড়ে । রবিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে নাগরাকাটা সহ ডুয়ার্সের নানা স্থানে। এতে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে ধীরে ধীরে।
গরমের গত কয়েকদিন ধরে ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছিল সর্বত্র। জলপাইগুড়ি জেলার নানা এলাকায় একাধিক স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিল। এদিনের এই বৃষ্টিতে চা ও ধান চাষ অনেকটাই রক্ষা পাবে বলে মনে করা হচ্ছে। তবে ভ্যাপসা গরম যে বৃষ্টির সঙ্গে সঙ্গেই কমে গেছে তা নয়। আদ্রতার পরিমাণ কমলে ওই অস্বস্তিকর পরিস্থিতি কাটবে বলে মত বিশেষজ্ঞদের।