কলকাতা, ১৭ জুন (হি. স.): রবিবার প্রকাশিত আইসিএসই দশমের ফল ।মোট পাশের হার ৯৯.৯৭ শতাংশ। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। সর্বভারতীয় মেধাতালিকায় যৌথভাবে প্রথম স্থানে ৪ জন ।ফলাফল দেখা যাবে cisce.org – এই ওয়েবসাইটে।
আইসিএসই–এর দশমে প্রথম স্থানে ৪ জন থাকলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানে বহু ছাত্রছাত্রী। ফলাফল বলছে, দ্বিতীয় স্থানে রয়েছে ৩৪ জন আর তৃতীয় হয়েছে ৭২ জন পরীক্ষার্থী। মেধাতালিকারক প্রথম তিনের মধ্যে রয়েছে বাংলার ১৭ জন। সেই নিরিখে বাংলার ফলাফল যথেষ্ট ভাল। প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ। মোট পাশের হার ৯৯.৯৭ শতাংশ। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। ফলাফল দেখা যাবে cisce.org – এই ওয়েবসাইটে। ইতিমধ্যেই ফলাফল নির্দিষ্ট ওয়েবসাইটে পেশ করা হয়েছে। সেখানে দেওয়া রয়েছে মার্কশিট ডাউনলোডের লিঙ্কও। নির্দিষ্ট পদ্ধতিতে তা ডাউনলোড করে নেওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ২ লাখ পড়ুয়ার পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। প্রসঙ্গত, সেমিস্টার সিস্টেমে এবছরের পরীক্ষা সংগঠিত হয়।