ঝাড়গ্রাম, ১৬ জুলাই ( হি. স.): মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় আবারও দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। এদিন শনিবার লালগড় থানার পিন্ডরাকুলি ও কুলডিহা গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। ধৃত দুই ব্যক্তির নাম পরিমল মাহাত বাড়ি কুলডিহা ও সাধন মাহাত বাড়ি পিন্ডরাকুলি। ধৃত ব্যক্তিদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এদিন ধৃত দুই ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত পরিমল মাহাত ও সাধন মাহাত মোবাইল ফোনে মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা চেয়েছিলেন মহিত দাস নামে এক ব্যক্তির কাছে। তারপর ওই ব্যক্তি লালগড় থানায় গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে জানাতে পারেন পরিমল মাহাত ও সাধান মাহাত মোবাইলে ফোন করে টাকা চেয়েছিল। এরপর এদিন লালগড় থানার পুলিশ তাদের নিজেদের গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে লালগড় থানায় নিয়ে আসেন।
উল্লেখ্য এর আগেও মাওবাদীদের নাম করে হুমকি চিঠি ও ভুঁয়ো চিঠি কান্ডে পুলিশের হোমগার্ড সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।