BRAKING NEWS

Dibrugarh:ডিব্রুগড় পর্যন্ত সম্প্রসারিত গুয়াহাটি-লোকমান্য তিলক এক্সপ্রেস, কয়েকটি স্টেশনে সময়সূচির সংশোধন

গুয়াহাটি, ১৬ জুলাই (হি.স.) : উজান অসমের মানুষের সুবিধার্থে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ১৫৬৪৬/১৫৬৪৫ গুয়াহাটি-লোকমান্য তিলক-গুয়াহাটি এক্সপ্রেসের চলাচল ডিব্রুগড় পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৫৬৪৬ নং (গুয়াহাটি-লোকামান্য তিলক) এক্সপ্রেস ট্রেনটি ২০ জুলাই, ২০২২ থেকে ডিব্রুগড় থেকে রবিবার ও বুধবার ০৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে মঙ্গলবার ও শুক্রবার ১৭.৫০ ঘণ্টায় লোকমান্য তিলক পৌঁছবে। ১৫৬৪৫ নং (লোকামান্য তিলক-গুয়াহাটি) এক্সপ্রেস ট্রেনটি ২৩ জুলাই, ২০২২ থেকে লোকমান্য তিলক থেকে বুধবার ও শনিবার ০৮.০৫ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ও সোমবার ২১.০০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কিছু স্টেশনে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী ১৫৬৪৬ নং (ডিব্রুগড়-লোকমান্য তিলক) এক্সপ্রেস ট্রেনটি রঙিয়ায় পৌঁছবে ১৮.১৫ ঘণ্টায় এবং রওনা দেবে ১৮.২০ ঘণ্টায়, নিউ বঙাইগাঁও স্টেশনে পৌঁছবে ২০.৩০ ঘণ্টায় এবং রওনা দেবে ২০.৪০ ঘণ্টায়, কোকরাঝাড় স্টেশনে পৌঁছবে ২১.০৭ ঘণ্টায় এবং রওনা দেবে ২১.০৯ ঘণ্টায়। নিউ আলিপুরদুয়ার স্টেশনে ২২.০২ ঘণ্টায় এবং রওনা দেবে ২২.০৭ ঘণ্টায়, নিউ কোচবিহার স্টেশনে পৌঁছবে ২২.২৭ ঘণ্টায় এবং রওনা দেবে ২২.৩২ ঘণ্টায়, ধুপগুড়ি স্টেশন পৌঁছবে ২৩.১৮ ঘণ্টায় এবং রওনা দেবে ২৩.২৩ ঘণ্টায়, নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে ০১.২৫ ঘণ্টায় এবং রওনা দেবে ০১.৩৫ ঘণ্টায়, কিষাণগঞ্জ স্টেশনে পৌঁছবে ০২.৪০ ঘণ্টায় এবং রওনা দেবে ০২.৪৫ ঘণ্টায়, বারসোই স্টেশনে পৌঁছবে ০৩.৩০ ঘণ্টায় এবং রওনা দেবে ০৩.৩২ ঘণ্টায় এবং কাটিহার স্টেশনে ট্রেনটি পৌঁছবে ০৫.৪৫ ঘণ্টায় এবং রওনা দেবে ০৫.৫৫ ঘণ্টায়।

সংশোধিত সময়সূচি অনুযায়ী ১৫৬৪৫ নং (লোকমান্য তিলক-ডিব্রুগড়) এক্সপ্রেস ট্রেনটি কাটিহার পৌঁছবে ২০.০৫ ঘণ্টায় এবং রওনা দেবে ২০.১৫ ঘণ্টায়, বারসোই স্টেশন পৌঁছবে ২১.১৫ ঘণ্টায় এবং রওনা দিবে ২১.১৭ ঘণ্টায়, কিষাণগঞ্জ স্টেশনে পৌঁছবে ২২.০০ ঘণ্টায় এবং রওনা দেবে ২২.০৫ ঘণ্টায়, নিউ জলপাইগুড়ি স্টেশনে ২৩.৪০ ঘণ্টায় এবং রওনা দেবে ২৩.৫০ ঘণ্টায়, ধুপগুড়ি স্টেশনে পৌঁছবে ০০.৫৮ ঘণ্টায় এবং রওনা দেবে ০১.০৩ ঘণ্টায়, নিউ কোচবিহার স্টেশন পৌঁছবে ০১.৫৩ ঘণ্টায় এবং রওনা দেবে ০১.৫৮ ঘণ্টায়, নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছবে ০২.১৭ ঘণ্টায় এবং রওনা দেবে ০২.২২ ঘণ্টায়, কোকরাঝাড় স্টেশনে পৌঁছবে ০৩.১৭ ঘণ্টায় এবং রওনা দেবে ০৩.১৯ ঘণ্টায়, নিউ বঙাইগাঁও স্টেশনে পৌঁছবে ০৪.১৫ ঘণ্টায় এবং রওনা দেবে ০৪.২৫ ঘণ্টায়, বরপেটা রোড স্টেশনে পৌঁছবে ০৫.০০ ঘণ্টায় এবং রওনা দেবে ০৫.০৫ ঘণ্টায়, রঙিয়া স্টেশনে পৌঁছবে ০৬.১০ ঘণ্টায় এবং রওনা দেবে ০৬.১৫ ঘণ্টায়, কামাখ্যা স্টেশনে পৌঁছবে ০৮.২৫ ঘণ্টায় এবং রওনা দেবে ০৮.৩০ ঘণ্টায় এবং গুয়াহাটি স্টেশনে ট্রেনটি পৌঁছবে ০৮.৪৫ ঘণ্টায় এবং রওনা দেবে ০৯.১০ ঘণ্টায়।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্ৰেস বিবৃতিতে এই খবর জানিয়ে বলেছেন, অন্যান্য স্টেশন এবং জোনে এই ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *