নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সোনামুড়ায় চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তথা সিডিপিওর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷ দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন৷
চাকরিতে নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন, অবসরের বয়সসীমা ৬৫ করা, অবসরের সাথে গ্র্যাজুয়িটি প্রদান, নিয়মিত পেনশন প্রদান ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা৷ শনিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের আইসিডিএস প্রকল্পের অধীনস্থ অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা তাদের মোট পাঁচ দফা দাবির ভিত্তিতে দাবি সনদ তুলে দিলেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের নিকট৷ ডেপুটেশন প্রদান শেষে অঙ্গনওয়ারী কর্মীরা জানান, দাবি সনদ তুলে দিয়ে তারা দাবিগুলি পূরণের আবেদন জানান আধিকারিকের নিকট৷ পাশাপাশি তারা এও জানান যত দ্রুত সম্ভব তাদের এই দাবি গুলি পূরণ করতে হবে৷ দাবি পূরণ না হলে করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা৷ অঙ্গনওয়াড়ি কর্মীরা না দীর্ঘদিন ধরেই বেতন বঞ্চনা সহ নানা বঞ্চনার শামিল৷ দাবি পূরণের জন্য বারবার সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও তারা সুবিচার পাচ্ছেন না৷ সে কারণে তারা রাজ্যব্যাপী আন্দোলন করে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন৷