সোনভদ্র, ১৫ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় দুই সাংবাদিককে গুলি করে খুন করার চেষ্টা করল দুষ্কৃতীরা। সোনভদ্র জেলার রায়পুর থানা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। রেস্তোরাঁয় চা খাওয়ার সময় একটি হিন্দি সংবাদপত্রের দুই সাংবাদিককে গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাঁদের বিএইচইউ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। দুই সাংবাদিকের নাম শ্যামসুন্দর পান্ডে এবং লাড্ডু পান্ডে, দু’জনেরই বয়স তিরিশের মাঝামাঝি।
সোনভদ্রের অতিরিক্ত পুলিশ সুপার বিনোদ কুমার সিং বলেছেন, দুই সাংবাদিক শ্যামসুন্দর পান্ডে এবং লাড্ডু পান্ডে কালিয়ারি বাজারে রেস্তোরাঁয় বসে চা খাচ্ছিলেন। এরই মধ্যে দুই অজ্ঞাত দুষ্কৃতী বাইকে করে এসে তাঁদের লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। শ্যামসুন্দর ও লাড্ডু গুলিবিদ্ধ হন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুই সাংবাদিককে প্রথমে ভাইনি এলাকার কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। যেখানে ডাক্তাররা তাঁদের জেলা হাসপাতালে এবং পরবর্তীতে বিএইচইউ মেডিকেল কলেজে রেফার করেন। দু’জনেরই বিপদ কেটে গিয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত গুলি চালানোর কারণ জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। দুই সাংবাদিক সুস্থ হয়ে উঠলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।